বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মধুপুরে বার্ষিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত 

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

মধুপুরে বার্ষিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত 

টাঙ্গাইলের মধুপুরের শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ বিদ্যালয়ের আয়োজনে শনিবার (২৪ ফেব্রুয়ারি) শহীদ স্মৃতি কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। 

বিশেষ অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, পৌরমেয়র মো. সিদ্দিক হোসেন খান, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. ইয়াকুব আলী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীসহ এলাকার সুধীমহল, ও  সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শিহাব উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী ইংরেজী শিক্ষক মো. আমজাদ হোসেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টিএইচ